Monday, September 10, 2012

আমার মা আমার পৃথিবী


আমরা অনেক সময় মা-বাবার প্রতি রেগে যাই, খারাপ আচরণ করি ত্তখন মনে করি আমরাই ঠিক ব্যাপারটা সঙ্গে সঙ্গে না বুঝলেও পরে যখন মনে হয় খুব খারাপ লাগে খুব কষ্ট লাগে তখন মা-বাবা হয়ত এসব ভুলেই যান, আমরা নিজেদের ক্ষমা করতে পারি না
আমাদের শরীরে ব্যথা সহ্য করার ক্ষমতা সর্বোচ্চ ২০ ডেল , কিন্তু একজন "মা" সন্তান প্রসব করতে ৪৫ ডেল পর্যন্ত ব্যথা অনুভব করে যে ব্যথা সহ্য করতে একজন সাধারণ মানুষের হাড়গুলো চুরমার হয়ে ভেঙ্গে যাবে , একবার ভেবে দেখুনতো আমাদের মা-বাবা আমাদের জন্ম হওয়ার পর থেকে বর্তমান পর্যন্ত আমাদের জন্য কত্ত কষ্ট করে যাচ্ছেন আর আমরা সে মা-বাবার সাথে মাঝে মাঝে ছোট খাটো বিষয় নিয়ে ঝগড়া করি , তাদের কথা মানিনা ,শুনলেও এমন ভাব দেখাই যেন মানতে খুব কষ্ট হচ্ছে ইসলাম বলে মা যদি সন্তানের প্রতি সামান্যতম কষ্ট নিয়ে উহ! করে তাহলে সে সন্তান ধ্বংস প্রাপ্ত (আল্লাহ আমাদের ক্ষমা করুন )
আল্লাহ কুরআনে বলেন ,
"আর আমি মানুষকে তার পিতা-মাতার সাথে সদ্ব্যবহারের জোর নির্দেশ দিয়েছি। তার মাতা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে। তার দুধ ছাড়ানো দু বছরে হয়। নির্দেশ দিয়েছি যে, আমার প্রতি তোমার পিতা-মতার প্রতি কৃতজ্ঞ হও। অবশেষে আমারই নিকট ফিরে আসতে হবে।" (সুরা লুকমান:১৪)

"
রাব্বির হামহুমা কামা রাব্বায়য়ানি সাগিরা"