একটি সন্তান জন্ম নেওয়ার পর থেকে মায়ের আনন্দ ও সন্তানের প্রতি ভালবাসা আরও দিগুন পরিমানে বেড়ে যায় ।মা তখন সারাক্ষণ তার প্রিয় আদরের কলিজার টুকরার জন্য ব্যাস্ত হয়ে পরেন।সন্তান কে লালন পালন করার জন্য তার অস্থিরতা ও অনেক বেড়ে যায়।সন্তান কে নিয়মিত খাওয়া-দাওয়া,খেলাধুলা ও পড়াশুনার ব্যাপারে অনেক বেশী সিরিয়াস হয়ে যান।সন্তানের যখন একটু শরীর খারাপ করে তখন মায়ের অস্থিরতা অনেক বেড়ে যায়। সারারাত জেগে সন্তানের জন্য মহান আল্লাহ্ রাব্বুল আলামিনের কাছে প্রাথনা করেন।নিজের কষ্ট কখনো তার সন্তান কে বুঝতে দেন না।সবসময় সন্তানের সুখের জন্য নিজের সুখ কে বিসর্জন দেন।আল্লাহ্ এর নিকট থেকে পৃথিবীর প্রত্যেকটা সন্তানের জন্য ''মা" হচ্ছে একটি সর্বশ্রেষ্ঠ উপহার।আসুন আমরা সবাই আমাদের প্রিয় "মা" কে সম্মানের সহিতশ্রদ্ধা করি এবং হৃদয় দিয়ে ভালবাসি, এমন কি যখন আল্লাহ্ এর কাছে দোয়া করব তখন বিশেষ করে মায়ের জন্য আল্লাহ্ এর কাছে দোয়া করব।"মা" আমি তোমায় অনেক মিস করি এবং প্রচণ্ড ভালবাসি।মা আমাদের সবাইয়ের জন্য তুমি একটু দোয়া করিও.
No comments:
Post a Comment