Friday, June 29, 2012

আমার প্রিয় মা


মা
সন্তানের সবচেয়ে আপন জন সন্তানের সবচেয়ে বড় শুভাকাঙ্খি
মাঝে মাঝে যখন চিন্তা করি যে আমার অস্তিত্তের শুরু থেকে আজ পর্যন্ত মাকে যে কত যন্ত্রণা দিয়েছি...... :(
কত কষ্ট, কত যন্ত্রণা, কত আবদার... সব মুখ বুজে সয়ে গেছে... কোনও দিন মাকে এততুকু ক্লান্ত হতে দেখি নাই সন্তানের সুখে তাঁর সুখ, সন্তানের দুঃখে তাঁর দুঃখ
মাঝে মাঝে অবাক লাগে!
আমাদের এই ছোট্ট জীবনে মাকে নিয়ে অনেক অনুভুতি, অনেক ঘটনা আছে

মাকে নিয়ে আপনাদের অনুভুতি জানান...



No comments:

Post a Comment