Sunday, July 1, 2012

মা! সন্তানের সবচেয়ে আপন জন।



এক ছেলে তার গার্ল ফ্রেন্ড কে বলছে...
ছেলেঃ আচ্ছা আমার যদি কখন চোখ নষ্ট হয়ে যায়
তুমি কি করবে...?
মেয়েঃ তোমার জন্য সব হাসপাতাল তন্ন তন্ন করে খুজে... চোখ যোগাড় করব!
ছেলেটি ঠিক একই কথা তার মাকে বলল
ছেলেঃ আচ্ছা মা কখন যদি আমার চোখ নষ্ট হয়ে যায় তুমি কি করবে?
মাঃ আমি বেচে থাকতে, আমার ছেলেকে আমি অন্ধ দেখতে পারব না...
আমার চোখ আমি আমার ছেলেকে দিয়ে দেবো...!
আর সাতে সাতে ছেলে মাকে জরিয়ে ধরে কাঁদতে শুরু করলো...!!
কিন্তু দুঃখের সাথেই বলতে হয়, যখন আমরা বিয়ে করি, আমাদের সংসার হয়,
আমরা ভুলে যাই সেই মায়ের কথা...! নিজের ছেলে সন্তান নিয়ে ব্যস্ত হয়ে যাই, সময় দেই না মা কে...আর নয়তো মাকে পাঠিয়ে দেই বৃদ্ধাআশ্রম ...!


No comments:

Post a Comment