Tuesday, June 26, 2012

মা এর জন্য ভালোবাসা সবারই একই রকম হয়


একটি বাস থেকে নেমে পকেট এ্ হাত দিলাম কিন্তুসাথে সাথে শক খেলাম ..
আমার পকেটমার হয়ে গেছে.!!
পকেটে ছিলই বা কি??
সব মিলিয়ে ২০০টাকা!! আর একটা চিঠি যা আমি মাকে লিখেছিলাম
যে আমার চাকরি চলে গেছে এখন টাকা পাঠাতে পারবনা সেই পোস্টকার্ড
নিয়ে ঘুরছিলাম কিন্তু কেন যেন পাঠাতে ইচ্ছা করছিলোনা!! এমনিতে তো ২০০
টাকা খুব বেশি টাকা না কিন্তু যার চাকরি চলে গেছে তার কাছে তো একটু
বেশি !! কিছুদিন পর মা এর একটা চিঠি পেলাম!! ভাবলাম নিশ্চয়
টাকা পাঠানোর জন্য হবে!! কিন্তু চিঠি পড়ে আমি একটা ধাক্কা খেলাম।
মা লিখেছে, “বাবা তুই যে ৫০০ টাকার মানিঅর্ডার পাঠাইছিস সেটা পাইছি!! তুই কত
ভালো টাকা পাঠাতে কখনো অবহেলাকরিসনা!!" আমি এটা চিন্তা করতে লাগলাম এই
মানিঅর্ডার কে করলো??
কিছুদিন পর আমি একটাচিঠি পেলাম খুব খারাপ হাতের লিখা ছিল অনেক কষ্টে পড়লাম
ওটাতে লিখা ছিলভাই ২০০ টাকা তোমার আর ৩০০ টাকা আমার
মিলিয়ে তোমারমাকে মানিঅর্ডার করে দিছি!
চিন্তা করোনা! মা তো সবার এক রকম হয় তাই না?? সে কেন না খেয়ে থাকবে
ইতি তোমারপিকপকেট ভাই!!
মানুষ যতই খারাপ কাজকরুক না কেন মা এর জন্য ভালোবাসা সবারই একই রকম ...

No comments:

Post a Comment