আমরা যেমন মা কে মা বলে অথবা আম্মা বলে ডাকি, পৃথিবীর সবদেশের মানুষেরা কিন্তু একই
ভাবে
মা কে ডাকে না। তবে প্রত্যেকটি দেশেই মাকে
ডাকার
মধ্যে কয়েকটি অক্ষর কিন্তু রয়েছেই। সেগুলো হলো মা/মে /মো অথবা নে/না/নো। আজকে আমরা পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ ভাষায় মাকে
কিভাবে
ডাকে তা জানবো-
ইংরেজীতে- 'মাদার' 'মম' 'মামা' অথবা 'মাম্মি'
স্প্যানিস- 'মামা' 'মামি' বা 'মাদরে'।
গ্রীক-
'মানা'
ল্যাটিন-
'মাতের'
জার্মান-
'মাতার'
ফরাসি
- 'মেরে' বা 'মামান'
জাপানে
- 'ওকাসান' বা 'হাহা'
আলবেনিয়া- 'নেনে' বা 'মেমে'
বেলারুশ-
'মাতকা', বসনিয়ায় 'মাজকা'
ক্রোয়েশিয়ায়- 'মাতি' বা 'মাজকা'
ব্রাজিলে- 'মাএ'
চেচনিয়ার- 'নানা'
ডেনমার্কে- 'মোর'
হল্যান্ডে - 'মোয়েদের' বা 'মোয়ের'
আফ্রিকায়- 'মা' বা 'মোয়েদের'
রাশিয়ায়- 'মাত'
হিব্রু
- 'এমা'।
ভারতে-
'মাতা', 'মা' বা 'আম্মা'
পাকিস্থান- 'আম্মি' বা 'আম্মা'
কোরিয়ায়- 'আম্মা'
আরবি
ভাষায়- 'আম্মি' বা 'উম্মি'
ভিয়েতনামে- 'মা' বা 'মে'
No comments:
Post a Comment