Sunday, July 8, 2012

"আমি তোমায় অনেক ভালবাসি মা"...♥♥♥


যখন আমি অন্ধকারে ভয় পেতাম,
তিনি আমাকে নিজের আঁচলে লুকাতেন...
যখন আমি একা থাকতাম,
তিনি আমাকে কোলে নিয়ে আদর করতেন...
যখন আমি ক্ষুধার্ত ছিলাম,
তিনি আমাকে তাড়াতাড়ি খাবার দিতেন...
কিন্ত তখন আমি ছোট ছিলাম, তাই 
বলতে পারতেম না......
"আমি তোমায় অনেক ভালবাসি মা'...♥♥♥

No comments:

Post a Comment