Saturday, January 5, 2013

মায়ের লালিত স্বপ্ন


মা চাঁদের মত সন্তান গর্ভে ধারণ করে, সন্তানকে সমাজের কাছে দেশের কাছে বড় করার স্বপ্ন দেখে, ছেলেমেয়ে বড় হবে তার সব স্বপ্ন পূরণ হবে; সে রানীর মতন সন্তানের সংসারে শেষ সময়টা কাটিয়ে দেবেন। জন্মাবধি আমাদের মা-বাবা আমাদের জন্য কি না করেন?
সন্তান বড় হয় কিন্তু মার স্বপ্ন পূরণ হয় না। মা’র জায়গা সন্তানের কাছে হয় না আর মা’রও রানী সাজা হয় না। মা’র জীবনে আনন্দ থাকে না স্বপ্ন থাকে না। উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে বড় বড় চাকুরী করে সন্তানরা তাদের নৈতিকতার কতটুকু বিসর্জন দিয়েছে তা কি কখনো তারা ভেবে দেখে?তারা কি কখনো তাদের বিবেককে প্রশ্ন করেছে যে তারা তাদের মায়ের সাথে কিরূপ আচরণ করছে? না!যদি তারা তাদের সেই সুশিক্ষা দিয়ে গড়া নিজের বিবেককে প্রশ্ন করতো তাহলে তারা তাদের মা-বাবা-কে আজ বৃদ্ধাশ্রমে দিয়ে আসত না।তারা আজ তাদের সন্তান-স্ত্রী কে নিয়েই সারাদিন ব্যস্ত থাকে, মা-বাবাকে স্মরণ রাখার তাদের বিন্দু পরিমাণ সময় ও থাকেনা।

মা-বাবা-কে বৃদ্ধাশ্রমে রেখে নিজেরা বড় ফ্ল্যাটে আধুনিক আসবাবের সমারোহে মহাসুখে দিন কাটাচ্ছে বউ ছেলেমেয়ে সহ| এই সব সত্যকে মেনেই অনেক বৃদ্ধ মা-বাবা আশ্রয় নেন বৃদ্ধাশ্রমে। সন্তানের কাছে যাদের বেশী কিছু চাওয়ার নেই; শেষ বয়সে আদরের সন্তানের পাশে থেকে সুখ-দুঃখ ভাগ করবার ইচ্ছা এতটুকুই যা চাওয়ার।কিন্তু সেই আশা কি আর বাস্তবে মা-বাবার কপালে লেখা থাকে?

যখন স্বপ্ন বিফল হয় মা-বাবা'র আশ্রয় হয় প্রবীননিবাস নামক নরকে| একটু ভালো খেয়ে পরে থাকার স্বপ্নের বদলে বাস্তবে বৃদ্ধাশ্রমের খাবার আর একাকিত্বে কাটিয়ে দিনের পর দিন। শেষ বয়সে মস্ত বড় ফ্লাটের ঘরের কোনেও মা-বাবার এতটুকুও জায়গা মিলে না। তবুও প্রতিবাদ দানা বাঁধেনা; মন অভিশাপ দেয় না। চুপ থাকেন|এই হল সন্তানের প্রতি মায়ের ত্যাগ আর ভালবাসা।

তবে এ নিষ্ঠুরতা তাদের কেবলই কাঁদায় ভাবেন হায় এ কেমন নিয়তি? সন্তানরা কতটা আধুনিক স্বার্থপর হলে এত জঘন্যতম কাজটুকু করতে পারে? সবশেষে এইটুকুই বলব এমন সন্তানদের ক্ষেত্রে প্রযোজ্য “আপনের চেয়ে পর ভাল, পরের চেয়ে বৃদ্ধাশ্রম।” ভুলবেন না একদিন আমি আপনি আমরা সবাই বৃদ্ধ হব সেদিন আমাদেরও শেষ ঠিকানা করে দিবে সেই একই বৃদ্ধাশ্রম আমাদের সেই সোনার সন্তানরা| মা কথাটি ছোট কিন্তু একজন সন্তানের জীবনে এই মধুর শব্দটি কত বিশাল ভূমিকা রাখে নিজে বাবা-মা না হলে উপলব্ধি করা যায় না|মায়ের জন্য একটু হলেও নিজের মনপ্রাণ উৎসর্গ করতে শিখুন।যেই দিন মা থাকবে না সেই দিন বুজতে পারবেন মা কি জিনিস!!!!

No comments:

Post a Comment