Friday, June 29, 2012

আমার প্রিয় মা


মা
সন্তানের সবচেয়ে আপন জন সন্তানের সবচেয়ে বড় শুভাকাঙ্খি
মাঝে মাঝে যখন চিন্তা করি যে আমার অস্তিত্তের শুরু থেকে আজ পর্যন্ত মাকে যে কত যন্ত্রণা দিয়েছি...... :(
কত কষ্ট, কত যন্ত্রণা, কত আবদার... সব মুখ বুজে সয়ে গেছে... কোনও দিন মাকে এততুকু ক্লান্ত হতে দেখি নাই সন্তানের সুখে তাঁর সুখ, সন্তানের দুঃখে তাঁর দুঃখ
মাঝে মাঝে অবাক লাগে!
আমাদের এই ছোট্ট জীবনে মাকে নিয়ে অনেক অনুভুতি, অনেক ঘটনা আছে

মাকে নিয়ে আপনাদের অনুভুতি জানান...



Thursday, June 28, 2012

"মা" কে নিয়ে রাসূল (সাঃ) এর কয়েকটি হাদীস

রাসূল (সাঃ)হতে বর্ণিত, একদা এক বাক্তি তাঁকে জিজ্ঞাস করেছিল,
আমার উপর কার অধিকার সবচেয়েও বেশি। তখন রাসূল (সাঃ) বললেন তোমার মা এর উপর,তারপর কার উপর উত্তরে তিনি বলেন তোমার মা এর উপর, লোকটি আবার জিজ্ঞেস করলেন তারপর কার উপর? উত্তরে রাসূল (সাঃ) বলেন, তোমার মা এর উপর, চতুর্থ বার লোকটি জিজ্ঞেস করলে রাসূল (সাঃ) বলেন, অতঃপর তোমার বাবা
(সহীহ বুখারি ও মুসলিম)।।

রাসূল (সা:) বলেছেনঃ বেহেশ্‌ত হচ্ছে মায়েদের পায়ের নিচে। ( কানযুল উম্মালঃ ৪৫৪৩৯, মুনতাখাবে মিযানুল হিকমাহঃ ৬১৪ ) ।।

রাসূল কারিম (সা:) বলেছেনঃ নারীর প্রতি সবচেয়ে বেশি অধিকার হচ্ছে তার স্বামীর,আর পুরুষের উপর সবচেয়ে বেশি অধিকার হচ্ছে তার মায়ের। ( কানযুল উম্মালঃ ৪৪৭৭১, মুনতাখাবে মিযানুল হিকমাহঃ ২৫৪ ) ।।

রাসূলুল্লাহ (সা:) বলেন, তিন রকম দোয়া নি:সন্দেহে কবুল হয়। মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া আর সন্তানের জন্য পিতা-মাতার দোয়া। -তিরমিযী


এক ব্যক্তি নবীজীর (সা:) কাছে এসে বলল, আমি আল্লাহর কাছে সওয়াবের আশায় আপনার হাতে হিজরত ও জিহাদের ব্যাপারে শপথ করছি। নবীজী স. বললেন, তোমার পিতা-মাতার কোনো একজন ‌জীবীত নাকি? লোকটা বলল,হ্যাঁ, বরং উভয়ই। তিনি বললেন, তুমি তো আল্লাহর কাছে সওয়াব আশা করো। লোকটা বলল, হ্যাঁ। তিনি বললেন, তাহলে তোমার পিতা-মাতার কাছে ফিরে যাও এবং তাদের সাথে সদ্ব্যবহার করো। মুসলিম

আসুন মা এর সম্মান নিয়ে হযরত আবু হোরায়রা (রাঃ) এর ঘটনা পড়ি।
একদিন হযরত আবু হোরায়রা (রাঃ) রাসুল (সাঃ) এর নিকট এসে কাঁদছেন। রাসুল (সাঃ) জিজ্ঞেস করলেন, হে আবু হোরায়রা তুমি কেন কাঁদছ? আবু হোরায়রা বললেন, আমার মা আমাকে মেরেছেন। রাসুল (সাঃ) বললেন, কেন তুমি কি কোন বেয়াদবী করেছ? আবু হোরায়রা বললেন, না হুজুর কোন বেয়াদবী করিনি। আপনার দরবার হতে বাড়ি যেতে আমার রাত হয়েছিল বিধায় আমার মা আমাকে দেরির কারণ জিজ্ঞেস করায় আমি আপনার কথা বললাম। আর আপনার কথা শুনে মা রাগে আমাকে মারধর করল আর বলল, হয়ত আমার বাড়ি ছাড়বি আর না হয় মুহাম্মদ (সাঃ) এর দরবার ছাড়বি। আমি বললাম, ও আমার মা। তুমি বুড়ি মানুষ। তোমার গায়ে যত শক্তি আছে তত শক্তি দিয়ে মারতে থাকো। মারতে মারতে আমাকে বাড়ি থেকে বের করে দাও। তবুও আমি আমার রাসুলকে ছাড়তে পারবো না। তখন রাসূল (সাঃ) বলেছেন, তোমার মা তোমাকে বের করে দিয়েছেন আর এজন্য আমার কাছে নালিশ করতে এসেছ? আমার তো এখানে কিছুই করার নেই। হযরত আবু হোরায়রা (রাঃ) বললেন, হে রাসূল (সাঃ) আমি আমার মায়ের জন্য এখানে নালিশ করতে আসি নাই। রাসুল (সাঃ) বললেন, তাহলে কেন এসেছ? আবু হোরায়রা বললেন, আমি জানি আপনি আল্লাহর নবী। আপনি যদি হাত উঠিয়ে আমার মায়ের জন্য দোয়া করতেন, যাতে আমার মাকে যেন আল্লাহ হেদায়েত করেন। আর তখনই সাথে সাথে রাসুল (সাঃ) হাত উঠিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আল্লাহ! আমি দোয়া করি আপনি আবু হোরায়রার আম্মাকে হেদায়েত করে দেন।রাসুল (সাঃ) দোয়া করলেন আর আবু হোরায়রা বাড়ির দিকে দৌড়ে যাচ্ছেন। পিছন থেকে কয়েকজন লোক আবু হোরায়রার জামা টেনে ধরল এবং বললো, হে আবু হোরায়রা! তুমি দৌড়াচ্ছ কেন? তখন আবু হোরায়রা বললেন, ওহে সাহাবীগণ তোমরা আমার জামা ছেড়ে দাও। আমাকে দৌড়াতে দাও। আমি দৌড়াইয়া বাড়িতে গিয়ে দেখতে চাই আমি আগে পৌঁছলাম নাকি আমার নবীজির দোয়া আগে পৌঁছে গেছে। হযরত আবু হোরায়রা দরজায় নক করতে লাগলো। ভিতর থেকে তার মা যখন দরজা খুললো তখন আবু হোরায়রা দেখলেন তার মার সাদা চুল বেয়ে বেয়ে পানি পড়ছে। তখন মা আমাকে বললেন, হে আবু হোরায়রা! তোমাকে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি, অনুশোচনা করেছি। মনে মনে ভাবলাম আমার ছেলে তো কোন খারাপ জায়গায় যায়নি। কেন তাকে মারলাম? আমি বরং লজ্জায় পড়েছি তোমাকে মেরে। হে আবু হোরায়রা! আমি গোসল করেছি। আমাকে তাড়াতাড়ি রাসুল (সাঃ) এর দরবারে নিয়ে চল। আর তখনই সাথে সাথে আবু হোরায়রা তার মাকে রাসুল (সাঃ) এর দরবারে নিয়ে গেলেন। আর তার মাকে সেখানেই কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেলেন ।।

Tuesday, June 26, 2012

মা এর জন্য ভালোবাসা সবারই একই রকম হয়


একটি বাস থেকে নেমে পকেট এ্ হাত দিলাম কিন্তুসাথে সাথে শক খেলাম ..
আমার পকেটমার হয়ে গেছে.!!
পকেটে ছিলই বা কি??
সব মিলিয়ে ২০০টাকা!! আর একটা চিঠি যা আমি মাকে লিখেছিলাম
যে আমার চাকরি চলে গেছে এখন টাকা পাঠাতে পারবনা সেই পোস্টকার্ড
নিয়ে ঘুরছিলাম কিন্তু কেন যেন পাঠাতে ইচ্ছা করছিলোনা!! এমনিতে তো ২০০
টাকা খুব বেশি টাকা না কিন্তু যার চাকরি চলে গেছে তার কাছে তো একটু
বেশি !! কিছুদিন পর মা এর একটা চিঠি পেলাম!! ভাবলাম নিশ্চয়
টাকা পাঠানোর জন্য হবে!! কিন্তু চিঠি পড়ে আমি একটা ধাক্কা খেলাম।
মা লিখেছে, “বাবা তুই যে ৫০০ টাকার মানিঅর্ডার পাঠাইছিস সেটা পাইছি!! তুই কত
ভালো টাকা পাঠাতে কখনো অবহেলাকরিসনা!!" আমি এটা চিন্তা করতে লাগলাম এই
মানিঅর্ডার কে করলো??
কিছুদিন পর আমি একটাচিঠি পেলাম খুব খারাপ হাতের লিখা ছিল অনেক কষ্টে পড়লাম
ওটাতে লিখা ছিলভাই ২০০ টাকা তোমার আর ৩০০ টাকা আমার
মিলিয়ে তোমারমাকে মানিঅর্ডার করে দিছি!
চিন্তা করোনা! মা তো সবার এক রকম হয় তাই না?? সে কেন না খেয়ে থাকবে
ইতি তোমারপিকপকেট ভাই!!
মানুষ যতই খারাপ কাজকরুক না কেন মা এর জন্য ভালোবাসা সবারই একই রকম ...

বিভিন্ন ভাষায় মায়ের ডাক-



আমরা যেমন মা কে মা বলে অথবা আম্মা বলে ডাকি, পৃথিবীর সবদেশের মানুষেরা কিন্তু একই 
ভাবে মা কে ডাকে না। তবে প্রত্যেকটি দেশেই মাকে 
ডাকার মধ্যে কয়েকটি অক্ষর কিন্তু রয়েছেই। সেগুলো হলো মা/মে /মো অথবা নে/না/নো। আজকে আমরা পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ ভাষায় মাকে 
কিভাবে ডাকে তা জানবো-

ইংরেজীতে- 'মাদার' 'মম' 'মামা' অথবা 'মাম্মি'

স্প্যানিস- 'মামা' 'মামি' বা 'মাদরে'

গ্রীক- 'মানা'

ল্যাটিন- 'মাতের'

জার্মান- 'মাতার

ফরাসি - 'মেরে' বা 'মামান'

জাপানে - 'ওকাসান' বা 'হাহা'


আলবেনিয়া- 'নেনে' বা 'মেমে

বেলারুশ- 'মাতকা', বসনিয়ায় 'মাজকা'

ক্রোয়েশিয়ায়- 'মাতি' বা 'মাজকা

ব্রাজিলে- 'মাএ'

চেচনিয়ার- 'নানা'

ডেনমার্কে- 'মোর'

হল্যান্ডে - 'মোয়েদের' বা 'মোয়ের'

আফ্রিকায়- 'মা' বা 'মোয়েদের

রাশিয়ায়- 'মাত'

হিব্রু - 'এমা' 

ভারতে- 'মাতা', 'মা' বা 'আম্মা'

পাকিস্থান- 'আম্মি' বা 'আম্মা'

কোরিয়ায়- 'আম্মা'

আরবি ভাষায়- 'আম্মি' বা 'উম্মি'

ভিয়েতনামে- 'মা' বা 'মে

Monday, June 25, 2012

মায়ের ভালবাসা



গল্পটা এত ভাল লেগে গেল যে শেয়ার না করে পারলাম না।
 ছেলেটির নাম এরিক । ওর মায়ের এক চোখ অন্ধ। এটা নিয়ে স্কুলের বন্ধুদের সামনে এরিক খুবই বিব্রত হয়।
একবার ওর মা খাবার নিয়ে স্কুলে গেলে এরিক চিৎকার করে বললো '' তুমি মরে যাও না কেন ? তাহলে বন্ধুদের কাছে আমাকে লজ্জা পেতে হয় না। ছিঃ, কি বিশ্রি দেখা যায় একটা চোখে যখন তাকাও! "

এরিক খুব মনোযোগ দিয়ে লেখাপড়া করছে, কারণ যত দ্রুত সম্ভব প্রতিষ্ঠা পেয়ে এই বাড়ী থেকে সে চলে যেতে চায় ।

খুব ভালো রেজাল্ট করলো এরিক, সেই সাথে প্রতিষ্ঠা! তার নিজের বাড়ি, গাড়ি, বউ, ছেলে-মেয়ে নিয়ে সুখের সংসার! একচোখা অন্ধ
মায়ের কোন চিহ্নই নেই তার জীবনে। এদিকে বৃদ্ধা মা মৃত্যুর প্রহর গুনছেন। কিন্তু মরবার আগে একটি বারের জন্য নাতিগুলোর মুখ দেখার লোভ সামলাতে না পেরে ঠিকানা খুঁজে খুঁজে চলে এলেন ছেলের বাড়ি। বৃদ্ধাকে দরজায় দেখে এরিক হুংকার দিলো, "কোন সাহসে এসেছো এখানে? দেখছনা, তোমাকে দেখে আমার বাচ্চারা ভয় পাচ্ছে? এখনি দূর হও এখান থেকে"।

এর কয়েক বছর পরে স্কুলের পূর্ণমিলনীতে বিশেষ অতিথী হয়ে গেলো এরিক! অনুষ্ঠান শেষে কি মনে করে যেন বৃদ্ধাকে দেখতে গেলো সে। প্রতিবেশী অপর বৃদ্ধা জানালো, বছর দুই আগেই তিনি গত হয়েছেন আর যাবার আগে এরিকের জন্য রেখে গেছেন একটি চিঠিঃ

আমার সোনামনি এরিক,

জানি, তুমি তোমার মা'কে অনেক ঘৃণা করো। আমি তোমাকে জীবনে কিছুই দিতে পারিনি,
দিয়েছি শুধু লজ্জা। মা হিসেবে আমি ব্যর্থ। এ জন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী।
ছোটবেলায় তোমার একটা এ্যাক্সিডেন্ট হয়ে তোমার একটা চোখ নষ্ট হয়ে গিয়েছিল। তুমি সারাজীবন একচোখ দিয়ে দেখবে, মা হিসেবে এটা আমি মেনে নিতে পারিনি, তাই নিজেই বাকি জীবন একচোখ দিয়ে দেখবো বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। আজ তুমি দু'চোখ দিয়ে দেখতে পারছো, আমার কাছে এর চেয়ে বড় আনন্দের আর কিছু নেই। তুমি ভালো থেকো বাবা!!! 

ইতি,
তোমার ব্যর্থ মা! 

ভালবাসা অন্ধই !! কারণ, যখন আমরা এই পৃথিবীর আলোও দেখিনি আমাদের মা তখন আমাদের না দেখেই ভালবাসতেন আর এই হল মায়ের ভালবাসা ..

'মা' পৃথিবীর শ্রেষ্ঠ একটি নাম

"মা" পৃথিবীর শ্রেষ্ঠ একটি নাম,
"মা" এর চেয়ে সহজ গভীর কোন
অনুভুতি নেই !
পৃথিবীর সকল সন্তানের হৃদয় পূর্ণ
 থাক মাতৃভক্তিতে ।
ব্বৃদ্ধাশ্রম যেন কোন "মায়ের"
 ঠিকানা না হয়।


মা ও শিশু

God নয় মাসের ছোট্ট একটা baby কে বললেন,আগামীকাল তোমাকে পৃথিবী দেখতে পাঠাবো।

বেবিটা কান্নাকাটি শুরু করল...God কে বলল আমি সবার সাথে কথা বলবো কিভাবে?
God:আমি একজন angel পাঠিয়েছি,সে তোমাকে শেখাবে..!

বেবি: আমি ওখানে খেলবো কি করে ?
God: Angel তোমাকে শিখিয়ে দিবে..!

বেবিঃ আমি ভালো কাজ গুলো শিখবো কি করে?
God: Angel ই তোমাকে শিখিয়ে দিবে..!

বেবিঃ আমার যদি কষ্ট হয়?!
God: Angel তোমার যত্ন নিবে..!

বেবিঃ আমি Angle কে খুঁজে পাবো কি করে ?
God: এটা খুব সহজ...পৃথিবীর মানুষ এই Angle কে 'মা' বলে ডাকে ! !